kolkata

1 year ago

Durga puja 2022 : শ্রীভূমি স্পোর্টিং- এ এবার ভাটিকান সিটি

Sribhumi Sporting
Sribhumi Sporting

 

কলকাতা, ১৬ সেপ্টেম্বর : দোরগোড়ায় কড়া নাড়ছে দুর্গা পুজো । হাতে আর মাত্র কয়েকটা দিন তারপরেই মা আসছে ঘরে । প্রতিবছরই থিমের পুজোয় চমক দেয় শ্রীভূমি স্পোর্টিং । এই বছরও তার ব্যতিক্রম নয় । চলতি বছর পুজোয় এক টুকরো ভাটিকান সিটি তৈরি হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং- এ । জোর কদমে চলছে প্যান্ডেল বাঁধার কাজ।

চলতি বছর সুবর্ণজয়ন্তী বর্ষ শ্রীভূমি স্পোর্টিংর । তাই প্রতিবছরের থেকে এই বছরের থিম যে চমক দেবে তা বলাই বাহুল্য । বাহুবলী, পদ্মাবত একাধিক থিমে চমক দিয়েছে শ্রীভূমি স্পোর্টিং । আর চলতি বছরের তাদের পুজোর চমক একটুকরো ভাটিকান সিটি । গতবছরের বুর্জ খলিফার পর এবারও সেন্ট পিটার্স ব্যাসিলিকার অনন্য স্থাপত্যের ছোঁয়া মুগ্ধ করবে দর্শনার্থীদের তা বলাই বাহুল্য ।


You might also like!