কলকাতা, ২৬ আগস্ট : তারাপীঠে যাওয়া-আসা পুণ্যার্থীদের সুবিধার্থে বিশেষ প্রয়াস রেলের। হাওড়া ও রামপুরহাটের মধ্যে চালানো হবে বিশেষ ট্রেন। তারাপীঠে কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে বিপুল সংখ্যক পুণ্যার্থী ও যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেল শুক্রবার থেকে আগামী রবিবার-এই তিনদিন হাওড়া ও রামপুরহাট-এর মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
রেল সূত্রের খবর, বিশেষ ট্রেনটি সকাল ৫ টা ৪৫ মিনিটে হাওড়া থেকে এবং বেলা সাড়ে ১১-টায় রামপুরহাট থেকে ছাড়বে। থামবে শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকারা, বোলপুর ও সাঁইথিয়া স্টেশনে। ট্রেনটিতে জেনারেল ও সেকেন্ড ক্লাস থাকবে এবং স্পেশাল চার্জ ধার্য হবে বলে পূর্ব রেল সূত্রের খবর।