kolkata

1 week ago

Gautam Ghosh:চলচ্চিত্র উৎসবে উৎপলেন্দু চক্রবর্তীর ছবির বিশেষ প্রদর্শনী : গৌতম ঘোষ

Gautam Ghosh
Gautam Ghosh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উৎপলেন্দু চক্রবর্তীকে স্মরণে রেখে রেট্রোস্পেকটিভ ছবির প্রদর্শনীর কথা জানালেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।  কলকাতা প্রেস ক্লাবে এক বিশেষ স্মরণসভায় বক্তব্য রাখেন তিনি। আন্তর্জাতিক ছবি "চোখ" অথবা " ময়নাতদন্ত" যে কোনও একটি ছবি দেখানো হবে।সেইসঙ্গে "মিউজিক অফ সত্যজিৎ রে" - এই তথ্যচিত্রটি দেখানো হবে আগামী চলচ্চিত্র উৎসবে। একটি আলোচনাচক্রের ব্যবস্থা ও রাখার ভাবনা রয়েছে অকপটেই তিনি সেকথা জানিয়েছেন। প্রেস ক্লাবের সভায় দীর্ঘ স্মৃতিচারণ করেন তিনি। অরোরা ফিল্মসের কাছে রয়েছে ময়নাতদন্ত ছবির প্রিন্ট। সেখানেই যোগাযোগ করা হবে।

You might also like!