kolkata

8 months ago

Special cleaning campaign : ডেঙ্গু মোকাবিলায় রাজ্যজুড়ে বিশেষ সাফাই অভিযান রাজ্য সরকারের

Special cleaning campaign state government combat dengue
Special cleaning campaign state government combat dengue

 

কলকাতা, ২৩ সেপ্টেম্বর : ডেঙ্গু মোকাবিলায় এবার রাজ্যজুড়ে দু’দফায় সাফাই অভিযানের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এই মর্মে বৃহস্পতিবার ইতিমধ্যে রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে প্রতিটি পুরসভার কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে।

রাজ্যের সমস্ত পুরসভার কাছে পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে যে নির্দেশিকা পাঠানো হয়েছে সেখানে দু’দফায় সাফাই অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে। ২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত প্রথম দফায় সাফাই অভিযান চলবে। আর দ্বিতীয় দফায় এই সাফাই অভিযান চালাতে হবে অক্টোবর মাসের ১১ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত। ডেঙ্গু মোকাবিলায় এই সাফাই অভিযানে জোর দেওয়া হবে পুজো প্যান্ডেল সংলগ্ন এলাকায়। পাশাপাশি যে সমস্ত পুকুরে আবর্জনা জমে আছে, ময়লার স্তূপ রয়েছে এমন জমিতে সাফাই অভিযান চালাতে হবে। অপরিষ্কার নালাতেও সাফাই অভিযান চালাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনও বাড়ি দীর্ঘ দিন ধরে বন্ধ অবস্থায় পড়ে থাকলে তা সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে কথা বলে পরিষ্কার করানোর ব্যবস্থা করতে হবে। এই পুরো অভিযান চালানোর জন্য একজন নোডাল অফিসার থাকবেন। সংশ্লিষ্ট পুরকমিশনারই নোডাল অফিসার হিসেবে কাজ করবেন। তাঁর অধীনে কাজ করবেন ভেক্টর কন্ট্রোল মনিটরিং আধিকারিকরা । তাঁরা বিভিন্ন জায়গা পরিদর্শন করে এই সাফাই কর্মসূচি সংক্রান্ত রিপোর্ট নোডাল অফিসারকে দেবেন। ইতিমধ্যে রাজ্যের সব জেলার জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে সমন্বয় বৈঠক ডাকার জন্য। 

You might also like!