kolkata

1 week ago

Suvendu Adhikari:বিনীতের পদক প্রত্যাহারের জন্য দ্রৌপদী মুর্মু ও অমিত শাহকে চিঠি শুভেন্দুর

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ৫ সেপ্টেম্বর : কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদক প্রত্যাহারের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুবাবু অমিত শাহকে ইংরেজিতে লিখেছেন, “আমি ভারতের বর্তমান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে দেওয়া মর্যাদাপূর্ণ রাষ্ট্রপতি পুলিশ পদক এবং পুলিশ পদক প্রত্যাহার/বাজেয়াপ্ত করার অনুরোধ জানিয়ে মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি চিঠি লিখেছি। কলকাতার আর জি কর মেডিকেল কলেজের আবাসিক ডাক্তারের ধর্ষণ ও হত্যার তদন্তের সময় তাঁর নিন্দনীয়, শোচনীয় এবং লজ্জাজনক আচরণের জন্য এই চিঠি।

গত ১৪ আগস্ট রাতে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভাঙচুরের সময় বস্তুগত প্রমাণ ধ্বংস করা এবং ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তার ক্ষেত্রে তাঁর জড়িত থাকার বিষয়টি প্রচারমাধ্যমে ভালভাবে প্রকাশিত হয়েছে। আজ দেশের সবচেয়ে জঘন্য ও সংবেদনশীল অপরাধের তদন্তকে বিঘ্নিত করা হচ্ছে। রাজ্যের রাজনৈতিক কার্যনির্বাহীকে ছদ্মবেশ ধারণ করানোর লক্ষ্যে বিনীত নির্লজ্জ প্রচেষ্টা চালাচ্ছেন।

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য খাতে আর্থিক ও নৈতিক চক্র তৈরি হয়েছে। তাতে বিনীতকে এই ধরনের পুরস্কার পাওয়ার অযোগ্য করে তুলেছে। তাঁর কাজকর্ম ১৬৮ বছর ধরে নিষ্ঠাসহকারে তৈরি কলকাতা পুলিশের খ্যাতিকে কলঙ্কিত করেছে, লজ্জা দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশকে।

কিছু প্রভাবশালী ব্যক্তিকে রক্ষা করার জন্য বিনীত সক্রিয়। ইতিমধ্যেই তা পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলেছে। তিনি রাজ্য এবং জাতির কাছে অত্যন্ত লজ্জা বয়ে এনেছেন। পশ্চিমবঙ্গের সমস্ত ভুলের মূর্ত প্রতীক হিসাবে সুশীল সমাজ তাঁকেই চিহ্ণিত করছেন।

বিষয়টি শুভেন্দুবাবু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জানিয়ে লিখেছেন, আমি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কেও চিঠি লিখেছি। তাঁকে এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ জানিয়েছি। এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার জন্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে সদয়ভাবে নিন্দা করার জন্য অনুরোধ করেছি”।

You might also like!