kolkata

1 year ago

Suvendu Adhikari: বিধানসভায় ওয়াক আউট শুভেন্দুর! মুলতুবি প্রস্তাব খারিজে ব্যাপক হট্টগোল

Shuvendu walk out in the assembly!
Shuvendu walk out in the assembly!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ গেরুয়া শিবিরের বাকি বিধায়করা বিধানসভায় তুমুল হট্টগোলের পর ওয়াক আউট করলেন। রাজ্যের প্রধান বিরোধী দল মুলতুবি প্রস্তাব আনে চা শ্রমিকদের জমির পাট্টাদান নয়, বরং জমির মালিকানা দিতে হবে। বিজেপি বিধায়ক মনোজ ওরাওকে প্রস্তাব পাঠ করতে দেওয়া হয়।

তবে এ নিয়ে আলোচনার অনুমতি দেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাতেই হট্টগোল শুরু হয়ে যায়। বিজেপি বিধায়করা স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এর পর ওয়াক আউট করেন তাঁরা। মনোজ ওরাও জানিয়ে দেন, চা শ্রমিকদের অধিকার পূরণে সঠিক ভূমিকা গ্রহণ করছে না প্রশাসন। তাই আগামী দিনেও তাঁরা দাবি তুলবেন। শুভেন্দু অধিকারীর গলাতেও একই সুর। তিনি বলেন, বাজেটে চা শ্রমিকদের জন্য যে ঘোষণা করা হয়েছে, তাতে তাঁরা উপকৃত হবেন না।

এদিকে, শুভেন্দু-সহ বিজেপি বিধায়কদের বিরুদ্ধে অধিবেশনে রাজ্য সঙ্গীত চলাকালীন বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। যার বিরুদ্ধে শোভনদেব চট্টাপাধ্যায় এবং নির্মল ঘোষ অভিযোগ দায়ের করেছেন অধ্যক্ষের কাছে। সেই অভিযোগ অধিবেশনে খতিয়ে দেখার ঘোষণা করেন বিমান বন্দ্যোপাধ্যায়।

You might also like!