kolkata

2 weeks ago

Suvendu Adhikari: শালবনীর ভীমপুরে বিজেপির সদস্যতা অভিযানে শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার শালবনীর ভীমপুরে বিজেপির সদস্যতা অভিযানে অংশগ্রহণ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জঙ্গলমহলের প্রাণের মানুষ হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারীর উপস্থিতি এলাকায় বিজেপি সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বাড়িয়ে তুলেছে।

এই সদস্যতা অভিযানের মাধ্যমে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে স্থানীয় মানুষদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন তিনি। শুভেন্দু অধিকারী তার বক্তব্যে বাংলায় বিজেপির প্রসার এবং সাধারণ মানুষের কল্যাণে দলের ভূমিকার কথা তুলে ধরেন।

এদিনের কর্মসূচিতে স্থানীয় নেতৃত্ব এবং বহু সমর্থকের উপস্থিতি ছিল। জঙ্গলমহলের মতো এলাকায় বিজেপির এই ধরনের প্রচেষ্টা দলের শক্তি বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

You might also like!