kolkata

8 months ago

Subhendu Adhikari : নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত শুভেন্দু ঘনিষ্ঠের রক্ষাকবচের আর্জি খারিজ

Shubhendu close defense plea rejected recruitment corruption
Shubhendu close defense plea rejected recruitment corruption

 

কলকাতা, ২৩ সেপ্টেম্বর  : নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত চঞ্চল নন্দীকে রক্ষাকবচ দিল না কলকাতা হাই কোর্ট। তাঁর আর্জি খারিজ করে দেয় আদালত। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের একক বেঞ্চের নির্দেশ, তাঁর বিরুদ্ধে তদন্ত করার ক্ষেত্রে কোনও অসুবিধা নেই পুলিশের।

প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায়ের অভিযোগ ওঠে চঞ্চলের বিরুদ্ধে। গত ২ সেপ্টেম্বর মানসকুমার সিংহ নামে এক ব্যক্তি বাঁকুড়া থানায় চঞ্চলের বিরুদ্ধে এফআইআর করেন। তাঁর অভিযোগ, ২০১৭-২০২০ সালে স্কুল-সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন চঞ্চল। এই এফআইআর খারিজ করার আবেদন করে এবং রক্ষাকবচ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন চঞ্চল। রাজ্য আদালতে জানিয়েছে, প্রাথমিক তদন্ত করতে সমস্যা কোথায়? শুক্রবার আদালত চঞ্চলের আর্জি খারিজ করে দেয়। জানায়, তাঁর বিরুদ্ধে তদন্ত করতে পারবে রাজ্য পুলিশ।


You might also like!