কলকাতা, ৮ সেপ্টেম্বর : সারদাকাণ্ডে সিআইডি-র বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সিবিআইকে চিঠি দিলেন দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায়। দেবযানীকে চাপ দিয়েছে সিআইডি', বিস্ফোরক অভিযোগ দেবযানীর মায়ের।
সিআইডি-র বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সেই চিঠিতে তিনি জানিয়েছেন, ‘মেয়েকে মানসিক চাপ দিচ্ছে সিআইডি।’ ‘শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তীর নামে অভিযোগ করার জন্য চাপ’ দেওয়া হয়েছে বলে অভিযোগ। 'মূলত জেল বন্দি দেবযানী এমনটাই অভিযোগ জানিয়েছেন তাঁর মাকে। শর্বরী মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘সারদার থেকে টাকা নিয়েছেন শুভেন্দু ও সুজন দুজনেই নিয়েছেন ৬ কোটি টাকা করে। তাঁর সামনেই টাকা দেওয়া হয়েছে বলে বয়ান দিতে দেবযানীকে চাপ দেওয়া হচ্ছে। অভিযোগ না করলে আরও ৯টি মামলায় ফাঁসানো হবে' বলে চাপ দেওয়া হয়েছে। ২৩ অগাস্ট দমদম জেলে গিয়ে চাপ দেওয়ার অভিযোগ সিআইডির বিরুদ্ধে। সিবিআইকে দেওয়া দেবযানী মুখোপাধ্যায়ের মায়ের চিঠিতে এমনটাই উল্লেখ করা হয়েছে।