কলকাতা, ১৮ মার্চঃ নিজের এবং পুত্রের নিরাপত্তার জন্য প্রশাসনিক সুরক্ষা চেয়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে ধৃত তথা বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা।
শনিবার সাংবাদিকের কাছে প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ‘‘আমার নামে অপপ্রচার চলছে, ষড়যন্ত্র চলছে। শান্তনু বিচারাধীন। ও যে দোষী তা প্রমাণ হয়নি। কিন্তু এখন এমন ভাবে বিষয়টি উত্থাপন করা হচ্ছে, যেন ও দোষী। আমার এবং আমার ছেলের ছবি সমাজমাধ্যমে তুলে ধরা হচ্ছে। আমরা চাইছি না সেটা হোক। কারণ আমাদের সামাজিক নিরাপত্তা আছে।’’
প্রিয়াঙ্কার দাবি, তাঁর স্বামীর যে বিপুল সম্পত্তি রয়েছে, তা পুরোটা জানতেন না। যদিও আদালতে ইডি দাবি করেছে, একটি সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন। তিনি রেস্তরাঁ মালিক বলেও দাবি ওই তদন্তকারী সংস্থাটির। প্রিয়াঙ্কা বলেন, ‘‘ধাবা, গেস্ট হাউস গত বছরে তৈরি হয়েছে। কোথা থেকে টাকা এসেছে, সেটা শান্তনু জানে।’’ তাঁর স্বামীর বিপুল টাকার সম্পত্তি প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ‘‘কিছুটা অবশ্যই জানতাম। সবটা জানি না।’’ একই সঙ্গে শান্তনু নির্দোষ বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘‘ওর ২০ কোটি টাকার সম্পত্তি হলে আমি জানতাম। ওর এত অ্যাকাউন্ট আছে বলেও আমার জানা নেই। কেউ অভিযোগ করতেই পারেন।’’
প্রিয়াঙ্কার কথায়, ‘‘তিনি নিরুদ্দেশ হয়ে যাননি, রয়েছেন বাড়িতেই।’’ তাঁর দাবি, ‘‘ইডি আমাকে ডাকেনি এক বারও। ডাকলে নিশ্চয়ই সহযোগিতা করব।’’ এর নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কি না, এই প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেন, ‘‘ইডি তাদের কাজ করছে। আমাদের কিছু বলার নেই।’’
ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র আছে কি না, তা তিনি বুঝতে পারছেন না বলে জানিয়েছেন। বিয়ের পর থেকেই তিনি শান্তনুর রাজনৈতিক যোগ দেখে আসছিলেন বলেও উল্লেখ করেছেন বহিষ্কৃত ওই তৃণমূল নেতার স্ত্রী।