দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই সভার অনুমতি ঘিরে গত সপ্তাহে লালবাজার ও বাম ছাত্র-যুব সংগঠন নেতৃত্বের মধ্যে টানাপোড়েন চলেছে। ভিক্টোরিয়া হাইসের সামনে ইনসাফ সভার অনুমতি দেয়নি লালবাজার। ফলে ডোরিনা ক্রসিংয়ে বাঁধা হয় মঞ্চ। কিন্তু, এসএফআই-ডিওয়াইএফআই নেতা, কর্মীদের ভিড় এখন ধর্মতলা চত্বরে। ধর্মতলাতেই সভা হবে বলে সাফ জানিয়ে দিলেন ডিওয়াইএফআই-এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।
ফের চেনা ছন্দে ফিরছে লাল ব্রিগেড, রাজপথ জুড়ে লাল ঝড়!হাওড়া, শিয়ালদহ এবং পার্কস্ট্রিট থেকে মিছিল ধর্মতলায় আসছে।এক প্রকার স্তব্ধপ্রায় অবস্থা সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে লেনিন সরণি, এসএন ব্যানার্জী রোড থেকে জওহরলাল নেহরু রোড। পতাকা হাতে অগনিত এসএফআই-ডিওয়াইএফআই কর্মীদের স্লোগান উঠছে, আনিস হত্যার সিবিআই তদন্ত চাই, যোগ্য চাকরিপ্রার্থীদের প্রাপ্য চাকরি চাই। বাম ছাত্র, যুবদের গন্তব্য এখন ধর্মতলা।
মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, ‘মানুষ ইনসাফ চাইছে। তৃণমূলের হাত থেকে মুক্তি চাইছে। তাই সকলে কলকাতায়। ডোরিনা ক্রসিংয়ে জায়গা হবে না। তাই সকলে ধর্মতলায় দাঁড়িয়ে গেছেন। আামাদের কিছু করার নেই। এবার পুলিশ বুঝে নেবে। মানুষ পথে জায়গা বেছে নিয়েছে।’