কলকাতা, ১২ আগস্ট : ফের শহরে মেট্রো বিভ্রাট। শুক্রবার দুপুরে নোয়াপাড়া ও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের মাঝে সিগন্যালিং-এর বেশ কিছু সমস্যা দেখা দেয়। যার জেরে ব্যাহত হয় মেট্রো রেলের ডাউন লাইনের চলাচল। যার জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।
জানা গিয়েছে, দমদমে দুপুর ১ টার পর থেকেই এই সমস্যা দেখা দিয়েছে । সমস্যা দেখা দিলে দমদম থেকে সমস্ত মেট্রো ডাউন লাইনের রেককে ঘুরিয়ে আপ লাইনে করে দেওয়া হয় বলেই সূত্রের খবর।
এই প্রসঙ্গে মেট্রো রেল কর্তৃপক্ষ জানায়, খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করার চেষ্টা চালাচ্ছেন রেল আধিকারিকরা। তবে এই পরিস্থিতিতে প্রবল সমস্যার সম্মুখীন হচ্ছেন নিত্যযাত্রীরা। এর আগেও বেশ কয়েকদিন আগেই নোয়াপাড়া মেট্রো স্টেশনে না থেমেই সোজা বেরিয়ে গিয়েছিল মেট্রো। তার পর সোজা দিয়ে থামে গিয়ে থামে বরাহনগরে। পরে জানা যায়, মেট্রোর গেট না খোলার কারণেই ওই রেকটিকে নোয়াপাড়ায় থামানো হয়নি। সেই ঘটনার পর শুক্রবার দুপুরে ফের মেট্রোয় বিভ্রাট। এবার নোয়াপাড়া এবং দক্ষিণেশ্বের মাঝে সিগন্যালিং-এর সমস্যার জন্য দমদম থেকেই ঘুরিয়ে দেওয়া হচ্ছে রেক।