কলকাতা, ২৫ আগস্ট : উত্তর বঙ্গোপসাগরে বইছে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, তার জেরে পশ্চিমবঙ্গ এবং ওডিশা উপকূলে রবিবার পর্যন্ত উত্তাল থাকবে সমুদ্র। উত্তর বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। দক্ষিণবঙ্গে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এছাড়া মৌসুমি অক্ষরেখা বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবেই রবিবার বৃষ্টি হবে। সমুদ্রও উত্তাল থাকার সম্ভাবনা, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।
উল্লেখ্য, বৃষ্টির এইসময়ে সমুদ্রে মাছ অপেক্ষাকৃত বেশি পাওয়া যায়। কিন্তু ঝোড়ো হাওয়া থাকায় সমুদ্র উত্তাল হচ্ছে। ফলে সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা হয়েছে। সমুদ্র এমন উত্তাল থাকলে সমুদ্রে যেতে না পারায় মাছ ব্যবসায় ক্ষতি হতে পারে বলে বক্তব্য মৎস্যজীবীদের অনেকের।