দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃশুক্র থেকে রবি শিয়ালদহ শাখায় প্রচুর ট্রেন বাতিল, বন্ধ ৫ টি প্ল্যাটফর্ম। ১৪৭টি লোকাল ট্রেন শিয়ালদহ স্টেশনে না এসে দমদম জংশন অথবা দমদম ক্যান্টনমেন্ট স্টেশন দিয়ে গন্তব্যে যাতায়াত করবে।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার বেলা ২টো পর্যন্ত শিয়ালদহ স্টেশনে ২১ টির মধ্যে ১৬ টি প্ল্যাটফর্ম চালু থাকবে। মোট ৪০০ কর্মী টানা কাজ করবেন।নৈহাটি, কল্যাণী, কল্যাণী সীমান্ত, ব্যারাকপুর, রানাঘাট, শান্তিপুর, বনগাঁ, হাসনাবাদ লোকাল ঢুকবে না শিয়ালদহ স্টেশনে।
শিয়ালদহ ডিভিশনে বারো বগির ট্রেন চালানোর প্রস্তুতি চলছে জোরকদমে। প্ল্যাটফর্ম সম্প্রসারণ, এবং নন ইন্টারলকিংয়ের কাজ চলবে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই। ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম সম্পূর্ণ বন্ধ থাকবে। ১৭ জুন থেকে দমদম স্টেশনের সম্প্রসারণের কাজ শুরু হবে ফের।
৩০ তারিখের মধ্যে সমস্ত কাজ শেষ হবে বলে জানা গিয়েছে। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে শিয়ালদহ স্টেশনের ২১ টি প্ল্যাটফর্মের সবকটিই ১২ বগির লোকাল ট্রেন ঢোকার উপযুক্ত হয়ে যাবে।