kolkata

2 weeks ago

Weather Forcast: মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ২ জুলাই : উত্তরের পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ওডিশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে নিম্নচাপ রয়েছে। একই সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। সবমিলিয়ে এবার বৃষ্টিতে ভিজবে গোটা রাজ্য। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জেলায় জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায়। অধিক বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলিতে। জারি হয়েছে সতর্কতা।

You might also like!