kolkata

9 months ago

BJP MP: দোষ কবুল করে নির্দিষ্ট একটি মামলা থেকে 'মুক্ত' সারদাকর্তা সুদীপ্ত

SudIpto 'freed' from a particular case by pleading guilty
SudIpto 'freed' from a particular case by pleading guilty

 

কলকাতা, ৮ ফেব্রুয়ারি: সারদা অর্থলগ্নির প্রতারণার আরও একটি মামলায় স্বস্তি পেলেন সংস্থার কর্তা সুদীপ্ত সেন।

সারদাকর্তার বিরুদ্ধে ৪০৬ ধারায় (প্রতারণা) অভিযোগ করা হয়েছিল। তিনি দোষ স্বীকার করে নেন। প্রতারণার ক্ষেত্রে সর্বোচ্চ সাজা তিন বছরের জেল। ইতিমধ্যেই তাঁর ১২ বছর জেল খাটা হয়ে গিয়েছে। তাই তাঁর গিলটি পিটিশন গ্রহণ করে, মামলা থেকে মুক্ত বলে রায় দেন বিচারক।

বস্তুত, বৃহস্পতিবারের শুনানির পর মামলটিতেও দাঁড়ি পড়ে গেল। ২০১৩ সালে এই মামলা দায়ের করেছিল রাজীব কুমারের নেতৃত্বাধীন বিশেষ তদন্তকারী দল।


You might also like!