দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার নবান্নে রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচি নিয়ে সমস্ত দপ্তরের প্রধান এবং জেলাশাসকদের সঙ্গে হওয়া বৈঠকে সাফ জানিয়ে দিলেন ‘সরাসরি মুখ্যমন্ত্রী’র মাধ্যমে যে অভিযোগগুলো আসছে যদি সমাধান সম্ভব হয় তবে তা ২৪ ঘন্টার মধ্যে তা সমাধান করতে হবে। এর পাশাপাশি ঐ সমস্যা সমাধানে কতদিন লাগবে তা অভিযোগকারীকে জানাতে হবে।
নবান্নসূত্রে খবর, এদিনের বৈঠকে স্বরাষ্ট্রসচিব জেলাশাসকদের সামনে সরাসরি মুখ্যমন্ত্রী নম্বরে আসা অভিযোগের পরিসংখ্যান তুলে ধরেন। গত কয়েকদিন ধরে রক্ত না পাওয়া, হাসপাতালে বেড না পাওয়ার মতো শতাধিক অভিযোগের ফোন এসেছে সরাসরি মুখ্যমন্ত্রীতে। যদিও বেশিরভাগেরই সমাধান হয়েছে বলেই খবর। সেইসঙ্গে এদিনের বৈঠকে উঠে এসেছে রাজ্যের বিভিন্ন রাস্তা খারাপের প্রসঙ্গও। জেলায় জেলায় রাস্তার কী হাল তা নিয়ে এবার রিপোর্ট চেয়েছেন স্বরাষ্ট্রসচিব। নবান্ন সূত্রে খবর, পুজোর আগেই বেহাল রাস্তা মেরামতি করতে নির্দেশ দিয়েছেন তিনি।