kolkata 6 months ago

Rupees recovered from a railway passenger : রেলযাত্রীর ব্যাগ থেকে উদ্ধার লাখ লাখ টাকা, চাঞ্চল্য দুর্গাপুরে

Rupees recovered from a railway passenger

 

দুর্গাপুর, ৩ সেপ্টেম্বর : এবার দুর্গাপুর ষ্টেশনে এক যাত্রীর থেকে উদ্ধার হল নগদ ৩৬ লাখ টাকা। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। শুক্রবার রাত্রে এই ঘটনায় মূলচাঁদ নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রেলপুলিশ। অন্ডাল জিআরপি সূত্রে খবর, ধৃত রেলযাত্রী মূলচাঁদ মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা। মুম্বই মেলে হাওড়া যাচ্ছিলেন তিনি। মাঝপথে দুর্গাপুর স্টেশনে তিনি ট্রেন থেকে নেমে পড়েন। চার নম্বর প্লাটফর্মে ওই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় কর্মরত আরপিএফ জাওয়ানদের। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তাঁরা। ওই ব্যক্তির কথাবার্তার মধ্যে অসঙ্গতি লক্ষ্য করা গেলে সন্দেহ আরও বেড়ে যায় রেলপুলিশের। এরপরেই তাঁর ব্যাগ তল্লাশি শুরু করে করে রেল পুলিশ। তল্লাশির সময় তাঁর ব্যাগে নজর যেতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। তাঁর ব্যাগ থেকে নগদ ৩৬ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। কী কারণে এত টাকা সঙ্গে নিয়ে যাচ্ছিলেন তিনি? এই নিয়ে ওই ব্যক্তিকে প্রশ্ন করা হলে কোনও সদুত্তর পায়নি পুলিশ। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়। শনিবার তাঁকে আসানসোল জেলা আদালতে তোলা হয়। অন্ডাল জিআরপি ওসি সুজন ঘোষ জানিয়েছে, নগদ ৩৬ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ওই ব্যক্তির থেকে। তাঁকে হেফাজতে নিজে দশ দিন জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়েছে।

You might also like!