kolkata

3 months ago

Rujira Narula detained at Airport: কলকাতা বিমানবন্দরে আটকানো হল রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে

Rujira Narula Banerjee (File Picture)
Rujira Narula Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দুই সন্তান কে নিয়ে দুবাই সফরের আগেই তৃনমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যাইয়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে  ‘বাধা’ দেয় অভিবাসন দফতর। সূত্রের খবর, দুই সন্তানকে নিয়ে তিনি দুবাইয়ের বিমান ধরার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন।বেশ কিছু ক্ষণ অপেক্ষা করার পর বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যান অভিষেক-পত্নী।

অভিবাসন দফতর সূত্রের খবর, ইডির একটি মামলায় ‘লুক আউট’ নোটিস জারি হয়েছে রুজিরার নামে। তাই তাঁর বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে বলে দাবি করেছে তারা। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, ইডির ওই মামলায় সুপ্রিম কোর্ট অভিষেক এবং রুজিরাকে রক্ষাকবচ দিয়ে জানিয়েছিল, তাঁদের বিদেশযাত্রার ক্ষেত্রে কোনও বাধা নেই। তা সত্ত্বেও রুজিরাকে বিমানবন্দরে বাধা দেওয়ার বিরুদ্ধে অভিষেক আইনি পদক্ষেপ করতে পারেন বলে সূত্রের খবর।

You might also like!