kolkata

6 months ago

Road accident in Newtown : নিউটাউনে সিগন্যালে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা গাড়ির, জখম তিন সওয়ারি

road accident in newtown three injured

 

কলকাতা, ৭ সেপ্টেম্বর : নিউটাউনে সিগনালে দাঁড়িয়ে থাকা লরিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল বেপরোয়া গতিতে ছুটে আসা একটি গাড়ি। গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিন আরোহী। বুধবার সকালে ঘটনাটি ঘটে ইকোপার্কের কাছে ওয়েস্ট ইন হোটেল লাগোয়া ট্রাফিক সিগন্যালে। পুলিশ সূত্রে খবর, অপেক্ষারত একটি বালি বোঝাই গাড়ির পিছনে এসে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি। আচমকা ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। জখম হন গাড়ির সওয়ারিরা।

নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ের কাছ থেকে বিশ্ববাংলা গেটের দিকে যাচ্ছিল গাড়িটি। গাড়িতে চালক-সহ যাত্রী ছিলেন মোট তিন জন। তাঁরা প্রত্যেকেই জখম হয়েছেন। চিনার পার্কের একটি বেসরকারি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে বলে সূত্রের খবর। এঁদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

You might also like!