কলকাতা, ২৫ আগস্ট : শুধু সন্দীপ ঘোষের বাড়ি নয়, রবিবাসরীয় সকালে সিবিআই হানা দিলো আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগের প্রদর্শক ডাঃ দেবাশিস সোমের বাড়িতেও।
হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপারিনটেনডেন্ট আখতার আলি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া দুর্নীতি ও অনিয়ম নিয়ে ডাঃ দেবাশিস সোমের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। সিবিআই দুর্নীতির তদন্ত করতেই এদিন তাঁর বাড়িতে হানা দেয়।