কলকাতা, ১৭ সেপ্টেম্বর: মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার নামে পুলিশি বাড়বাড়ন্ত নিয়ে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ছবি-সহ শুভেন্দুবাবু এক্স হ্যান্ডলে লিখেছেন, “হিরক রাণীর রাজত্বে যখন গোটা রাজ্য নরক যন্ত্রণায় কাতরাচ্ছে তখন ওনার বাসস্থান হরিশ চ্যাটার্জি রোডের প্রতিবেশীরা দীর্ঘদিনের যন্ত্রণার কথা প্রকাশ্যে আনলেন। বংশানুক্রমে ওখানে বসবাসকারী অধিবাসীগণ অতিষ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার নামে পুলিশি বাড়বাড়ন্ত নিয়ে। এই যে সকল সহনাগরিকগণ ক্যামেরার সামনে সরাসরি এই অভিযোগ করছেন তাদের কী উত্তর দেবেন মাননীয়া?”
এর জবাবে তৃণমূল নেতা কুণাল ঘোষ লিখেছেন, “যে ভিডিওটি দিয়েছো, সেখানে যাঁদের সাধারণ নাগরিক বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার; তাঁরা তো ওই ৭৩ ওয়ার্ডের পরাজিত সিপিএম প্রার্থী আর তাঁর স্বামী। প্রতিবেশী বলে কাদের বাজারে চালালে? নাকি সিপিএম-ই এখন বিজেপিকে দিয়ে পোস্ট করাচ্ছে? এলাকার মানুষ এসব জানেন, বোঝেন।”