কলকাতা, ২৪ সেপ্টেম্বর : অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দাদারকে স্মরণ করে হিন্দুদের ভিটেহারা হওয়ার স্মৃতি উস্কে দিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। ১৯৩২-এর ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলীতে ইউরোপীয়ান ক্লাবে আক্রমণের পর পটাসিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন ব্রিটিশবিরোধী আন্দোলনে এক অগ্রগামী নারীনেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদার। শনিবার তথাগতবাবু প্রথমে টুইটারে, পরে ফেসবুকে এ নিয়ে একটি পোষ্ট করেন। তাতে লেখা, “আজ ২৪শে সেপ্টেম্বর, চট্টগ্রামে প্রীতিলতা ওয়াদ্দাদারের বিপ্লব ও আত্মত্যাগ নিয়ে উচ্ছ্বাস হচ্ছে। কিন্তু এর বদলে তাঁর উত্তরসূরিরা কি পেলেন? চট্টগ্রাম থেকে বহিষ্কার ! কেন ? হিন্দু হবার অপরাধে ! আমরা পশ্চিমবঙ্গের হিন্দুরা যেন ভুলে না যাই। ভুলে গেলে আমাদের কপালেও আছে একই পরিনাম।“ফেসবুকে ৩ ঘন্টায় বেলা ১টা ৫০ মিঃএ এই পোস্টে লাইক, মন্তব্য ও শেয়ার হয় যথাক্রমে ৪০০, ৪০ ও ৩০। অর্ণব সাধুখাঁ লিখেছেন, “আমরা বাংলার হিন্দুরাও তো মুক্তি যুদ্ধ বা ভাষা দিবস পালন নিয়ে কম আদিখ্যেতা করি না! এসবের প্রতিদানে বাংলাদেশী হিন্দুরা কি পেয়েছে বা পাচ্ছে ভেবে দেখেছি কি? হতভাগারা না হলে কি আর ওদেশে দুর্দশা ভোগ করে এদেশে এসেও সেকুলার সাজে!“ অরুণাভ দাস লিখেছেন, “হিন্দুরা কিছুই ভাবে না। ইসলাম যে কত বড় বিপদ, তা বিশ্লেষণ করার ক্ষমতা বাঙালি হিন্দুরা হারিয়ে ফেলেছে, সেকুলার আফিম খেয়ে খেয়ে।“ সুপ্রভাত তা লিখেছেন, “লেখাটা ছোট্ট ,ভাষার গভীরতা অনেক বেদনাদায়ক। আর বেদনা অনুভব করার জন্য একটা স্মৃতিযুক্ত হৃদয় দরকার তার সাথে চেতনা।“ গৌতম ঘোষদস্তিদার লিখেছেন, “কপালে এর থেকে আর খারাপ কী থাকতে পারে? এখনই তো এপার বাংলায় নিজেদের বিদেশি ঠাহর হোচ্ছে!“