কলকাতা, ১৮ সেপ্টেম্বর : “ধর্ম যার যার, উৎসব সবার” গোছের গালগল্প এর পর বলার আগে এক বার ভাববেন। বুধবার এক্স হ্যান্ডলে এই মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর ছবি-সহ তিনি লিখেছেন, “এই সিদ্দিকুল্লা চৌধুরীকে একবার আমি ও পি শাহ নামক এক ভদ্রলোকের বাড়িতে একটি চা চক্রে জিজ্ঞাসা করেছিলাম, “আচ্ছা, আমি তো নামাজ পড়ি না, কিন্তু আপনার নামাজ পড়ার অধিকারকে আমি সম্মান করি। আপনি কি আমার মূর্তিপূজা করার অধিকারকে সম্মান করেন”? উত্তরে সিদ্দিকুল্লা মৃদু হেসেছিলেন, কোনো জবাব দেন নি। অর্থাৎ উনি সুযোগ পেলে আমার মূর্তিপূজায় বাধা দেবেন। নিরানব্বই শতাংশ কাঠমোল্লার মানসিকতাই তাই।