kolkata 7 months ago

Red Road is decked out in tricolor : তেরঙায় সেজে উঠছে রেড রোড, আঁটসাঁট নিরাপত্তা শহরজুড়ে

Red Road is decked out in tricolor

 

কলকাতা, ১৩ আগস্ট : গত দু’বছর করোনার জন্য দর্শকশূন্য ছিল রেড রোডে ১৫ আগস্টের অনুষ্ঠান। এ বার সেখানে হবে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ এবং শোভাযাত্রা। থাকবে রাজ্য সরকারের কন্যাশ্রী, লক্ষীর ভান্ডারের মতো বিশেষ কিছু ট্যাবলো। তবে ঘোড়সওয়ার পুলিস এবার কুচকাওয়াজে অংশ নিচ্ছে না। লালবাজার সূত্রে খবর, ওই দিন ভিভিআইপি এবং দর্শকদের নিরাপত্তার কথা ভেবে রেড রোড সংলগ্ন এলাকা ১৪টি জ়োনে ভাগ করা হয়েছে। প্রতিটি জ়োনের দায়িত্বে থাকছেন এক জন করে ডেপুটি কমিশনার। সঙ্গে থাকবেন একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনারও। গোটা চত্বরের জন্য থাকছেন ১২০০ পুলিসকর্মী। তাঁদের পরিচালনায় থাকবেন ছ’জন যুগ্ম পুলিস কমিশনার। এ ছাড়া থাকছেন অতিরিক্ত কমিশনার এবং বিশেষ পুলিস কমিশনার। রেড রোডে থাকছে ছ’টি ওয়াচ টাওয়ার। সেই সঙ্গে তিন জায়গায় বালির বস্তার বাঙ্কারে থাকবে কম্যান্ডো বাহিনী। থাকবে তিনটি কুইক রেসপন্স টিমও। এ ছাড়া, ন’টি টহলদারি গাড়ি থাকবে নিরাপত্তার জন্য।

You might also like!