kolkata

10 months ago

Recruitment corruption in WB : নিয়োগ দুর্নীতি: মামলার দ্রুত নিষ্পত্তিতে নতুন বেঞ্চ গঠন হাই কোর্টের

Kolkata HC (File Picture)
Kolkata HC (File Picture)

 

কলকাতা, ১৭ নভেম্বর  : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার দ্রুত নিষ্পত্তি করতে এবার নতুন বেঞ্চ গঠন করে দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম নতুন বেঞ্চ গড়ে দিলেন। হাই কোর্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে এই সংক্রান্ত সমস্ত মামলা শুনবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।

গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল, বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার বিচার হবে কলকাতা হাই কোর্টেই। পাশাপাশি তদন্ত শেষ, মামলার নিষ্পত্তি করার সময়সীমাও বেঁধে দেওয়া হয়।

মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে কোনও চাকরি বাতিল হবে না, নির্দেশে এমনই জানিয়েছিল ডিভিশন বেঞ্চ। এছাড়া দ্রুত মামলাগুলির নিষ্পত্তি করতে হাই কোর্টের প্রধান বিচারপতির অধীনে বিশেষ বেঞ্চ গড়তে হবে।

পুজোর ছুটির পর বৃহস্পতিবার আদালত পুরোদমে চালু হলে চাকরিপ্রার্থীদের তরফে আইনজীবী আবেদন জানিয়েছিলেন, দ্রুত নতুন বেঞ্চ গঠন করে মামলাগুলির নিষ্পত্তি হোক। আর কতদিন চাকরিপ্রার্থীরা রাস্তায় বসে থাকবেন? এই প্রশ্ন তুলেছিলেন আইনজীবী।

তাঁদের দুর্দশা, আবেগের কথা ভেবে শুক্রবার হাই কোর্টের তরফে নতুন বেঞ্চ গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়। এবার হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই মামলাগুলি শুনবে। ৬ মাসের মধ্যে এই সব মামলার শুনানি শেষ করে কার্যকরী সিদ্ধান্ত নিতে হবে।


You might also like!