kolkata 5 months ago

রাজারহাটে ই-রিক্সার কাচ গলায় ঢুকে মৃত্যু নাবালকের

Rajarhat Accident

 

রাজারহাট, ৬ অক্টোবর : রাজারহাটের নৈপুকুর পোদ্দারপাড়ায় ই-রিক্সার কাচ গলায় ঢুকে মৃত্যু হল নাবালকের। বুধবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মায়ের বিদায়ের দিনেই এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, মৃত শিশুটির নাম অজিতেশ পোদ্দার (৮)। অজিতেশের বাবা অমিত পোদ্দার। তাঁর বাড়িতেই দুর্গাপুজো হচ্ছিল। এদিন  দশমীর পুজো চলছিল। পুজো শেষের পর ব্রাহ্মণের প্রাপ্য আনুষাঙ্গিক জিনিস নিয়ে বাড়ি যাওয়ার জন্য একটি ইরিক্সায় তোলা হচ্ছিল। সেই সময় সকলের অলক্ষে রিক্সায় উঠে চালকের আসনে উঠে বসে ‘ছটফটে’ ছেলেটা। হ্যান্ডেলের এক্সলেটরে মোচড় দিতেই গাড়িটি এগিয়ে গিয়ে পাশের দেওয়ালে ধাক্কা মারে। তখনই ঘটে বিপত্তি। রিক্সার সামনের কাচটি ভেঙে গলা কেটে যায় শিশুটির। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। দ্রুত পরিবারের লোকজন ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে অজিতেশকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

এই ঘটনার খবর পেয়ে রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় দ্রুত ওই বেসরকারি হাসপাতালে পৌঁছন। পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেনও তিনি। বলেন, ‘আমরা অত্যন্ত ব্যথীত, দুখিত। বাড়িতেই পুজোর দিন এমনটা একটা ফুটফুটে বাচ্চার মৃত্যুতে খুবই মর্মাহত আমরা। মায়ের বিসর্জনের দিনেই এমন ঘটনা। আমি সব কাজ ফেলে রেখে দৌড়ে এসেছি। পরিবারের পাশে আছি। আইন মেনে সমস্ত কাজ হবে। অত্যন্ত দুঃখজনক মৃত্যু।’ 


You might also like!