kolkata

1 year ago

Weather Forecast : দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Rain fall in West Bengal
Rain fall in West Bengal

 

কলকাতা, ১৮ সেপ্টেম্বর : প্রায় সপ্তাহ দুয়েক দেরি বোধনের। তার আগে নিম্নচাপ দুয়ারে কড়া নাড়ছে। আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদরা আগামী পাঁচদিনের যে পূর্বাভাস জানিয়েছেন, তাতে বৃষ্টির আনোগোনা রয়েছে।হাওয়া অফিস বলছে, "একটি মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে রয়েছে। এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুধুমাত্র ভারী বৃষ্টি হবে দুই পরগনাতে। এছাড়া আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং উপকূলের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী পাঁচদিন উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টি হবে।"

রবিবারও কলকাতায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বুধবার পর্যন্ত চলবে বৃষ্টিপাত। এরপর আবহাওয়ার কিছুটা বদল হতে পারে বলে মনে করা হচ্ছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

পুজোর আগে আশঙ্কার কথা, আগামী চার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই। এরমধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দুই মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে আগামী চার দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, নদিয়া সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

You might also like!