কলকাতা, ১১ আগস্ট : ফের বাংলায় সক্রিয় মৌসুমী অক্ষরেখা। সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি সরে ঝাড়খণ্ডের উপরে অবস্থান করছে। বাংলায় সক্রিয় মৌসুমী অক্ষরেখার জেরে রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এছাড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া ও হুগলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি।
এছাড়াও এদিন বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে। বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় কমতে পারে দৃশ্যমানতা। নিচু এলাকাগুলি জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বৃষ্টিতে।