কলকাতা, ২৫ সেপ্টেম্বর : বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বুধবার সকাল থেকেই বৃষ্টি কলকাতা-সহ বিভিন্ন জেলায়। সকাল থেকেই আকাশের মুখভার। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এদিন দিনভর বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে।
বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবার পরবর্তী দিন ২৬ তারিখ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও বীরভূমের দু-একটি স্থানে ভারী বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৬ সেপ্টেম্বর উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পরের দিনও এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।