কলকাতা, ২৬ আগস্ট : দক্ষিণ বাংলাদেশ এবং আশপাশের এলাকার উপর তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওডিশা এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে নিম্নচাপ অঞ্চল। তার জেরেই বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সোমবার বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, হুগলি, নদিয়া, দুই বর্ধমান, বীরভূম, মু্র্শিদাবাদ, বাঁকুড়া, নদিয়ায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন উত্তরবঙ্গেও হতে পারে বৃষ্টি। সোমবার মালদহ, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের বাকি জেলার কিছু কিছু অংশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।