kolkata

8 months ago

Rain forecast in South Bengal from Sunday : শক্তি বাড়ল বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের, রবিতেই বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

Rain forecast in South Bengal from Sunday
Rain forecast in South Bengal from Sunday

 

কলকাতা, ১০ সেপ্টেম্বর : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের শক্তি আরও বেড়েছে। নিম্নচাপের প্রভাবে রবিবার থেকেই বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। রাজ্যের দুই উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে রবিবার বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ভারী বৃষ্টির তালিকায় যুক্ত হতে পারে কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান। আগামী মঙ্গলবার পর্যন্ত চলতে পারে এমন পরিস্থিতি। আবহবিদরা জানিয়েছেন, মধ্য-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অন্ধ্রপ্রদেশ-ওডিশা উপকূলের কাছে এখন অবস্থান করছে নিম্নচাপ। ক্রমশ সেটি শক্তি সঞ্চয় করে উত্তর অভিমুখে এগিয়ে আসছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তিবৃদ্ধি করতে পারে। রবিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টির কারণে আগামী ১৩ সেপ্টেম্বর অবধি মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার বার্তা দেওয়া হয়েছে।

You might also like!