কলকাতা, ১০ এপ্রিল : বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই বৃষ্টির সঙ্গী হতে পারে দমকা হাওয়া। জানা গেছে, রাজ্যের উত্তর ও দক্ষিণ দুই প্রান্তেই বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমপ্রান্তের কিছু জেলায় বর্ষণের পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস সূত্রে জানা গেছে, এদিন বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বীরভূম, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদে। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।