বীরভূম, ১৫ সেপ্টেম্বর : রেলের নবনির্মিত আন্ডারপাসে জল জমার ফলে সমস্যা হচ্ছে নিত্যদিন। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকালে সাঁইথিয়া-অন্ডাল শাখার কচুজোড় স্টেশনে রেল অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে আটকে পড়ে অন্ডাল থেকে রামপুরহাটগামী লোকাল ট্রেন।
বৃহস্পতিবার সকাল ৬.৪০ মিনিট থেকে কচুজোড় স্টেশনে অবরোধ শুরু হয়। রেললাইনের ওপর বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রের খবর, এতদিন পর্যন্ত রেলের ফটক ছিল। ট্রেন যাওয়ার ফলে দীর্ঘ যানজট তৈরি হত। সম্প্রতি রেলের তরফে আন্ডারপাস তৈরি করা হয়েছে। অভিযোগ, একটু বৃষ্টি হলেই সেখানে জল জমে যাচ্ছে। এই আন্ডারপাস দিয়ে প্রায় ৫০টি গ্রামের বাসিন্দারা যাতায়াত করেন। কিন্তু জল জমার জেরে তাঁরা যাতায়াত করতে পারছেন না। তাই এদিন রেল অবরোধ করে তাঁরা বিক্ষোভ দেখান।