সোনারপুর, ১৬ এপ্রিল : সম্প্রতি, শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। আগে একটি ট্রেনের দুই প্রান্তে একটি করে মহিলা কামরা ছিল। তবে সেই সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। দুই প্রান্তের ভেন্ডারের সঙ্গে থাকা জেনারেল কামরাকে মহিলা কামরা করার সিদ্ধান্ত নিয়েছে রেল। কিন্তু তা নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে নিত্যযাত্রীদের একাংশের মধ্যে। রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার দক্ষিণ বারাসত স্টেশনে বিক্ষোভ প্রদর্শন করলেন যাত্রীরা।
বুধবার সকাল ৮টা থেকে অবরোধ শুরু হয়। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ। অবরোধেরে জেরে বন্ধ হয়ে যায় কাকদ্বীপ, নামখানা, লক্ষ্মীকান্তপুর লাইনে ট্রেন চলাচল। তবে বারুইপুর, সোনারপুর, ডায়মন্ড হারবার লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। শুধু দক্ষিণ বারাসত স্টেশনে নয়, ধপধপিতেও রেল অবরোধ করেন যাত্রীদের একাংশ। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে আশপাশের স্টেশনেও। প্ল্যাটফর্মে বসে পড়েন যাত্রীরা, ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন। প্রায় দেড় ঘণ্টা পর অবরোধ উঠে যায়।