kolkata 6 months ago

Rail blockade at multiple stations in Hooghly: রেল অবরোধ হুগলির একাধিক স্টেশনে, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

Rail blockade at multiple stations in Hooghly

 

কলকাতা, ৫ সেপ্টেম্বর  : সোমবার সপ্তাহের প্রথম দিন নিত্যযাত্রীরা নাকাল। আর সেই ক্ষোভের রেশ আছড়ে পড়ল রেল স্টেশনগুলিতে। সোমবার সকাল থেকে হাওড়া-বর্ধমান মেন লাইনের একাধিক স্টেশনে ট্রেন অবরোধ করে প্রতিবাদে নামলেন যাত্রীরা।

দীর্ঘক্ষণ চলে অবরোধ। যার জেরে থমকে বহু ট্রেন। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে নাকাল হন যাত্রীরা। পরিস্থিতি নিয়ে চিন্তায় রেল কর্তৃপক্ষ। যাত্রীদের ক্ষোভ, একাধিক দূরপাল্লা ও লোকাল ট্রেন বাতিল। যেসব ট্রেন চলছে, তাতে অতিরিক্ত যাত্রীদের চাপ।

ইন্টারলকিং সিস্টেমের কাজ চলাকালীন চলতি মাসের বেশ কয়েকদিন হাওড়া-বর্ধমান মেন লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। আগেই বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়েছিল পূর্ব রেল। বাতিল থাকবে বেশ কয়েকটি লোকাল ট্রেনও। রবিবার থেকে কাজ শুরু হয়েছে। মাসের শেষ পর্যন্ত তা চলবে। এই সময়ের মধ্যেই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। সোমবার, সপ্তাহের কর্মব্যস্ত দিনে ট্রেন ধরতে গিয়ে সেই অসুবিধার মুখে পড়েছেন যাত্রীরা। তার প্রতিবাদেই হুগলির একাধিক স্টেশনে রেললাইনে নেমে শুরু হয় তাঁদের অবরোধ।


You might also like!