কলকাতা, ৩ সেপ্টেম্বর: কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের নিয়োগ ও আর্থিক দুর্নীতি মামলার তদন্তে সক্রিয় ভূমিকা নিচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একসময় এই মামলার তদন্তভার ছিল কলকাতা পুলিশের হাতে, তবে অভিযোগ ওঠে যে স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি কোটি কোটি টাকার দুর্নীতিতে লিপ্ত ছিলেন। এই অর্থ কোন কোন অ্যাকাউন্টে সরানো হয়েছে তা খতিয়ে দেখছে ইডি।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার সময় কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় ইডির একটি দল নিউ আলিপুরের বি ব্লকের নলিনী রঞ্জন অ্যাভিনিউতে ৮৮/১ নম্বর বাড়িতে অভিযান চালায়। এই বাড়িতে থাকেন সাউথ পয়েন্ট স্কুলের পরিচালন সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুশীল কুমার দাগা। একই সময়ে, আরেকটি দল কসবার কায়স্থপাড়ায় কে কে মালব্যর বাড়িতে পৌঁছয়।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাউথ পয়েন্ট স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগের নামে প্রায় ২০ কোটি টাকার দুর্নীতিতে জড়িত থাকার কারণে গ্রেফতার করা হয় কৃষ্ণ দামানিকে। আরও অভিযোগ করা হয় যে মুকুন্দপুরে স্কুলের দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণেও বিপুল অর্থ তছরুপ হয়েছে। কলকাতা পুলিশ সন্দেহ করেছিল যে দুর্নীতির পরিমাণ ১০০ কোটি টাকারও বেশি হতে পারে। ইডি এই মামলায় এখন পর্যন্ত অনেক তথ্য সংগ্রহ করেছে এবং তদন্তের পরিধি ক্রমশ বাড়ছে।