kolkata

10 months ago

Horse Training: শান্ত ছয় ঘোড়ার সুযোগ মিলল পুলিশের প্রশিক্ষণে! তালিকা থেকে ব্রাত্য থাকল দুষ্টুরা

Quiet six horses got a chance to train the police! Left out of the list are the naughty ones
Quiet six horses got a chance to train the police! Left out of the list are the naughty ones

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একেক জনের স্বভাব একেক রকমের। কেউ রীতিমতো বদমেজাজি। কারও বিরুদ্ধে আবার রয়েছে মর্জিমাফিক মেজাজ বদলানোর ‘অভিযোগ’। কেউ এত বছর পরেও কয়েক জন ছাড়া কারও কাছে বশ্যতা স্বীকারে নারাজ। কারও মধ্যে হঠাৎ পা ছুটিয়ে অন্যকে জখম করার পুরনো ‘রোগ’ বিদ্যমান। তাই এইসব দুষ্টু ঘোড়াদের তালিকা থেকে বাদ রেখে অপেক্ষাকৃত শান্ত ছ’টি ঘোড়াকে নিয়ে যাওয়া হল আলিপুর বডিগার্ড লাইন্সে। কলকাতা পুলিশের প্রায় ৩৫০ জন সার্জেন্ট ও সাব-ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিকদের প্রশিক্ষণে ওই ছ’টি ঘোড়াই ব্যবহার করা হবে। সদ্য নিযুক্ত আধিকারিকদের প্রশিক্ষণ চলাকালীন বিপদের আশঙ্কা এড়াতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। 

You might also like!