দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার কলকাতায় বর্জ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাই বলে কি মেকাপ করবেন না ঠাকুর দেখবেন না?
বৃষ্টির চিন্তা না করেই জমিয়ে মেক আপ করুন। আর ফলো করুন কিছু টোটকা তাহলে আর বিগড়ে যাবে না আপনার সাজ!
* মেক আপ শুরু করার মিনিট পাঁচেক আগে গোলাপ জল দিয়ে মুখ ভাল করে পরিষ্কার করে নিন।
* এ বার একটি বড় পাত্রে বরফ জল নিয়ে তোয়ালে ভিজিয়ে ভাল করে চিপে নিয়ে মুখের উপর মিনিট দুয়েক রাখুন। এই প্রক্রিয়াটি করলে আপনার ত্বকের উন্মুক্ত রন্ধ্রগুলি বন্ধ হয়ে যায়। ফলে ত্বকে ঘাম ও তেলের নিঃসরণ কম হয়।
* আপনি যদি চান মেক আপ জলে না ঘেঁটে যায়, তা হলে সাধারণ ময়েশ্চারাইজ়ারের পরিবর্তে জেল বেস্ড ময়েশ্চারাইজ়ার ব্যবহার করুন। তার পরে ব্যবহার করুন প্রাইমার। আর কনসিলার দিয়ে মুখের কালচে অংশগুলিকে ঢেকে দিন।