কলকাতা, ১৭ সেপ্টেম্বর : দেবীপক্ষ শুরু হতে আর খুব বেশি দিন বাকি নেই, হাতে মাত্র ৭ দিন বাকি। কলকাতার বহু মণ্ডপ তৃতীয়া কিংবা চতুর্থীতেই খুলে দেওয়া হয় দর্শকদের জন্য। ফলে কলকাতা-সহ গোটা রাজ্যে এখন পুজোর তোড়জোড় তুঙ্গে। কিন্তু, পুজোর প্রস্তুতিতে বিঘ্ন ঘটাচ্ছে বৃষ্টি। বঙ্গোপসাগরে আবার নতুন করে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর তাই পুজো উদ্যোক্তাদের মাথায় চিন্তার ভাঁজ। চলতি সপ্তাহে নিম্নচাপের বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। নিম্নচাপের জন্য হওয়া সেই বৃষ্টি গত বুধবার থেকে থামলেও, মৌসুমি অক্ষরেখার প্রভাবে বৃষ্টি পুরোপুরি থামেনি। বরং বৃষ্টি হয়েই চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, রবিবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সকাল থেকেই রোদের দেখা মিলেছে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। মাঝেমধ্যে আবার আকাশ ঢেকেছে মেঘে। রোদের দাপট বেশ ভালই ছিল, ফলে অস্বস্তিও অনুভূত হয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।