kolkata 6 months ago

Puja special bus at Kolkata road : পুজোর কেনাকাটার জন্য এবার বিশেষ বাস

puja special bus at Kolkata road

 

কলকাতা,১১ সেপ্টেম্বর : হাতেগুনে আর মাত্র কয়েকদিন তারপরই দুর্গাপুজো । ইতিমধ্যেই শহর জুড়ে বেজে গিয়েছে পুজোর বাদ্যি । জোর কদমে চলছে পুজোর কেনাকাটাও । তবে, ভিড় এড়াতে পুজোর কেনাকাটায় এবার কলকাতার একাধিক রুটে বিশেষ বাস ।

প্রতিবছরই পুজোর বাজার করতে ভিড় লক্ষ্য করা যায় বাসে, মেট্রোয়, ট্রেনে । তাই এবার বাজারমুখী জনতার জন্য কলকাতার একাধিক রুটে বিশেষ বাস । ন’টি রুটে চলবে পুজো শপিং বাসগুলো । ১০ সেপ্টেম্বর থেকে কলকাতার রাস্তায় নেমেছে ‘পুজো স্পেশ্যাল শপিং বাস’। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম এই বাসগুলির পরিচালনার দায়িত্বে রয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর মহালয়ার দিন পর্যন্ত এই পরিষেবা দেওয়া হবে যাত্রীদের। দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বাস চলাচল করবে কলকাতার বিভিন্ন রুটে । শনি ও রবিবার এবং সরকারি ছুটির দিনে অতিরিক্তি বাস চালানো হবে । এসপ্ল্যানেড থেকে হাওড়া, এসপ্ল্যানেড থেকে ডানলপ , শ্যামবাজার থেকে বারাকপুর কোর্ট, হাওড়া থেকে গড়িয়াহাট, গড়িয়াহাট থেকে পর্ণশ্রী, গড়িয়াহাট থেকে বেহালা চৌরাস্তা রুটে চলবে এই বাসগুলি ।

You might also like!