Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

kolkata

10 months ago

R G Kar case : মধ্যরাতে স্লোগান মুখর ধর্মতলা; সুবিচার চাইলেন স্বস্তিকা, পথনাটিকা উপস্থাপন

Protest in Kolkata (symbolic picture)
Protest in Kolkata (symbolic picture)

 

কলকাতা, ২ সেপ্টেম্বর : আর জি কর কাণ্ডে রাত্রিজাগরণের সাক্ষী হল কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা। সুবিচারের দাবিতে উঠল স্লোগান।ধর্নাস্থলে একটি পথনাটিকা উপস্থাপন করা হয়। উপস্থিত প্রতিবাদীদের একাংশ সেই পথনাটিকার মাধ্যমে আরজি কর-কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেন।

স্বাস্থ্য, শিক্ষা, নারী ও শিশুকল্যাণ এবং পরিবহণ দফতরে পাঠানো ই-মেলের জবাব না পাওয়া পর্যন্ত অবস্থান চলবে বলে প্রতিবাদীরা জানিয়েছেন। ধর্নামঞ্চে সাধারণের পাশাপাশি মধ্যরাত পর্যন্ত হাজির ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, ঊষসী চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্তরা। ধর্মতলার অবস্থান মঞ্চ থেকে স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন, “আর জি করের ঘটনার বিচার তো আমরা এই সরকারের কাছেই চাইব। বিচারব্যবস্থার প্রতি আস্থা রয়েছে।” সোমবার ভোর পর্যন্ত চলে এই ধর্না অবস্থান।

You might also like!