kolkata 5 months ago

প্রিয় নানা কার্টুনে সেজেছে সিংহি পার্কের পুজো

Durga Puja 2022

 


কলকাতা, ২৮ সেপ্টেম্বর : এ বছর সিংহি পার্কে আপনার জন্য অপেক্ষা করে থাকবে ছোটবেলার এই সব প্রিয় কার্টুন চরিত্রগুলি বাঁটুল দ্য গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে ও আরও কত কী।

বছরের শুরুতেই বাঙালি হারিয়েছে এদের স্রষ্টা বিখ্যাত কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথকে। শিল্পীকে শ্রদ্ধা জানাতে সিংহি পার্ক পুজো কমিটির এই বিশেষ উদ্যোগ। দক্ষিণ কলকাতার নামকরা পুজোগুলির অন্যতম এই দুর্গাপুজো।

সিংহি পার্কের থিমের অভিনবত্ব ও আলোকসজ্জার চমক দেখতে প্রত্যেকবারই পুজো মণ্ডপে ভিড় জমান দর্শনার্থীরা। তবে কোভিডকালে পুজোর এই জাঁকজমক খানিকটা হলেও ফিকে হয়ে গিয়েছিল। খানিকটা ভাটা পড়েছিল এই উন্মাদনায় ছিল না আলোকসজ্জার বহরও।

যদিও, করোনা আতঙ্কের পরোয়া না করেই গত বছরও সিংহি পার্কের পুজো দেখতে উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। আর এ বছর যখন করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক তখন থিমের চমক তো বটেই। এবার আলোকসজ্জাতেও কোনও খামতি রাখতে চান না পুজো উদ্যোক্তারা। মণ্ডপে চন্দনগরের লাইটিংয়ের থাকবে। বাজেট প্রায় ৬০ লাখেরও বেশি।


You might also like!