ডায়মন্ডহারবার, ২৫ সেপ্টেম্বর : ডায়মন্ডহারবার উপ সংশোধনাগারে এক বিচারাধীন বন্দী নিজের গলার নলি কেটে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আহত বন্দীর নাম রহিদুল আদলদার (২৬), তিনি পারুলিয়া কোস্টাল থানার কামারপোল এলাকার বাসিন্দা। রহিদুলকে প্রায় পাঁচ মাস আগে পকসো মামলায় গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি ডায়মন্ডহারবার উপ সংশোধনাগারে বিচারাধীন বন্দী হিসেবে ছিলেন।
জানা গেছে, বুধবার রহিদুল সংশোধনাগারে ধারালো অস্ত্র ব্যবহার করে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। জেল কর্তৃপক্ষ তাকে আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সি কে পণ্ডা জানান, রহিদুল মানসিক অবসাদগ্রস্ত ছিলেন, বিশেষত তার ছোট সন্তানের জন্য। মানসিক চাপের কারণেই তিনি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। তার গলায় গুরুতর ক্ষত থাকলেও অস্ত্রোপচারের পর তার অবস্থা এখন স্থিতিশীল। ঘটনার পর পুলিশ রহিদুলের এই আত্মহত্যার চেষ্টার পেছনের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। জেলখানায় কীভাবে সে ধারালো অস্ত্র পেল এবং তার মানসিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।