কলকাতা, ২৪ সেপ্টেম্বর : রাত পোহালেই মহালয়া। পরিবারের পরলোকগত সদস্যের আত্মার সদগতি, উদ্ধার এবং তৃপ্তির উদ্দেশে প্রার্থনা করার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। মার খাওয়া বিজেপি কর্মীদের একাংশ এই উপলক্ষে তর্পণ করবেন চিরকালের মত চলে যাওয়া সতীর্থদের। বিজেপি-র অন্যতম মুখপাত্র রাজর্ষি লাহিড়ি শনিবার এই প্রতিবেদককে জানান, “সর্ব পিতৃ অমাবস্যা বা মহালয়ার অপরাহ্নে গঙ্গাতীরে, নিজ পিতৃপুরুষের নিমিত্তে তর্পণ করার সাথে, প্রতি বৎসরের ন্যায় রাজেশ, তাপস, ত্রিলোচন, সৌমিত্র, অভিজিৎ সহ সমস্ত কার্যকর্তা ও স্বয়ংসেবক যারা হিংসার বলি হয়েছেন, সকলের উদ্দেশে শ্রদ্ধার সহিত জল অর্পণ করতে যাবো। নিজ নিজ স্থানে যারা তর্পণ করেন, পারলে তাঁরাও আমাদের এই সকল পরলোকগত ভাই, দাদাদের তর্পণ করবেন। কারণ আমরা একটা পরিবার। আর পরিবারের এক সদস্যই অপর পরলোকগত সদস্যের আত্মার সদগতি, উদ্ধার এবং তৃপ্তির প্রার্থনা করে থাকি। প্রার্থনা করি বৈতরণী পার করে তার স্বস্তির বৈকুণ্ঠ যাত্রার।“ রবিবার বেলা ১২টায় গঙ্গাতীরে প্রিন্সেপ ঘাটে হবে বিশেষ তর্পণ।