কলকাতা, ৩০ আগস্ট : শনিবার রাতে খিদিরপুরের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কলকাতা পুরসভার মেয়র পারিষদ রাম পেয়ারে রামের ছেলে রাম কিঙ্করের । ঘটনার পরই বেআব্রু হয়েছে এলাকার রাস্তাঘাটের বেহাল দশা। ঘটনার চার দিনের মধ্যেই ডক ইস্ট বাউন্ডারি রোড সহ ৩৩টি রাস্তার খানা–খন্দ সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
শনিবার খিদিরপুরের যে রাস্তায় দুর্ঘটনা ঘটেছে, তার দু’পাশে রয়েছে বন্দরের গুদাম। বন্দর থেকে রোজ মাল বোঝাই ট্রাক আশা যাওয়া করে। স্বাভাবিকভাবেই রাস্তার ওপর প্রভাব পড়ে। পুরসভা থেকে একাধিকবার বলার পরে বছর দেড়েক আগে রাস্তাটি মেরামত করা হয়েছিল। কিন্তু তার দেড় বছরের মধ্যেই রাস্তার এই বেহাল দশা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। বিষয়টি খতিয়ে দেখতে একটি অনুসন্ধান কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ। ডক ইস্ট বাউন্ডারি রোড সহ ৩৩টি রাস্তার খানা–খন্দ সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বন্দরের এক আধিকারিক জানিয়েছেন, এক মাসের মধ্যে রাস্তা মেরামত শুরু হবে। এবার রাস্তা হবে কংক্রিট বা পেভার ব্লকের। রাস্তাটি একবছর আগে জলের পাইপ বসানোর জন্য খোঁড়া হয়েছিল। কিন্ত কাজ মিটে যাওয়ার পর মেরামত করা হয়নি। আগামী তিন চার দিনের মধ্যেই বন্দরের তত্ত্বাবধানে থাকা রাস্তাগুলি মেরামত করা হবে। সোমবার বন্দর কর্তৃপক্ষ একজন জুনিয়র ইঞ্জিনিয়ারকে সাময়িক বরখাস্ত করেছে। এবং ডক ইস্ট বাউন্ডারি রোডের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক আধিকারিককে শোকজ করা হয়েছে।
শনিবার রাতে খিদিরপুরের গুদাম থেকে বাবুবাজারে কাঁটাপুকুর রোড হয়ে গাড়ি চালিয়ে আসছিলেন রাম কিঙ্কর রাম। সেইসময় সারবোঝাই একটি লড়ি চাপা পড়েন রামকিঙ্কর। গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।