kolkata

2 weeks ago

Ram Navami: রামনবমী নিয়ে রাজনৈতিক বাগযুদ্ধ চরমে

Subhendu Adhikari & Madan Mitra
Subhendu Adhikari & Madan Mitra

 

কলকাতা, ২ এপ্রিল : রামনবমী নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে যেন হুঁশিয়ারি-পাল্টা হুঁশিয়ারির প্রতিযোগিতা চলছে। রাম-ভক্তদের লড়াইয়ে কাঁপছে রাজনীতির আঙিনা।রামনবমীর দিন এক কোটি হিন্দুকে পথে নামার আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিন হাজার শোভাযাত্রা বের করছে শ্রীরাম নবমী উদযাপন সমিতি। পাল্টা তৃণমূলও পথে নামার প্রস্তুতি নিচ্ছে। দল অনুমতি দিলে ভবানীপুরে জমায়েতের ডাক দিলেন মদন মিত্র। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে বাড়ি থেকে বেরোতে না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক।

তৃণমূলের বিধায়কের হুঁশিয়ারি, 'শুভেন্দু রামনবমীর আগে পরে বাড়ি থেকে বেরোতে পারবি কিনা, দিল্লি থেকে আরও বেশি ফোর্স চেয়ে নে...'। হুমকি শুনে বসে থাকেনি বিজেপিও। লকেট চট্টোপাধ্যায় পাল্টা তোপ দেগেছেন, 'ও নিজে বেরোতে পারবে কিনা দেখুক'!

অন্যদিকে, মদনবাবুর হুঁশিয়ারি, 'পার্টি যদি অনুমতি দেয়, তাহলে এখানে ওই তারিখে রামনবমীর এমন জমায়েত করে দিন যে হনুমান এলেও একলাফে সাগর পেরিয়েছিল, ওই মিছিল পার করে যাওয়ার মতো শক্তি যেন আজকের কোনও হনুমানের না থাকে...জগন্নাথ মন্দিরের আশীর্বাদ নিয়ে এত লক্ষ মানুষ হাজির হয়ে যাবে তোর আর শান্তিনিকেতনের বাইরে, শান্তি আলয়ের বাইরে থেকে আর বোধহয় বেরনো সম্ভব হবে না।'

You might also like!