kolkata

1 week ago

SSC Recruitment Case: চাকরিহারাদের ‘গান্ধীগিরি’তে সায় দিল না পুলিশ

Candidates broke down in tears after being fired in SSC case (Symbolic picture)
Candidates broke down in tears after being fired in SSC case (Symbolic picture)

 

কলকাতা, ১১ এপ্রিল : কসবায় লাঠিচালনার পালটা পুলিশকে শুক্রবার গোলাপ দিতে চান কিছু চাকরিহারা। তবে গোলাপ নিতে অস্বীকার করেন উর্দিধারীরা। এ দিন বেলা বাড়ার আগেই এসএসসি অফিসের উদ্দেশে শুরু হয় চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মিছিল। মিছিলে সামিল হয় বহু শিক্ষক সংগঠন। বেলা সাড়ে ১০টায় এসএসসি ভবনের সামনে চাকরিহারারা প্রচার করেন, প্ররোচনায় পা দেবেন না। এসএসসি অভিযান নিয়ে সতর্ক তাঁরা৷ তাঁদের আশঙ্কা, আন্দোলন ভাঙতে বিভেদ তৈরির চেষ্টা করছে রাজ্য প্রশাসন৷ এসএসসি অভিযানকে সামনে রেখে সল্টলেক করুণাময়ী চত্বরে ভিড় বাড়ে। জমায়েত হন ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকেরা। এসএসসি অফিসের দিকে আসতে থাকে তাঁদের মিছিল। চাকরিহারাদের সমস্যা সমাধান করতে শুক্রবার বিকাশ ভবনে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।


You might also like!