kolkata

2 weeks ago

Bengal Bandh: কলকাতার রাস্তায় মোতায়েন পুলিশ, শ্যামবাজারে মেট্রোর শাটার নামানোর চেষ্টা

Tried to pull down the shutters of the metro in Shyambazar
Tried to pull down the shutters of the metro in Shyambazar

 

কলকাতা, ২৮ আগস্ট : রাজ্য সরকারের তরফে আগেই আশ্বস্ত করা হয়েছিল গণ পরিবহন সচল থাকবে। বুধবার সকাল থেকেই কলকাতার রাস্তায় সেই ছবি দেখা গেল। শ্যামবাজার চত্বরে সকালে বেসরকারি বাসের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। হাওড়া ও যাদবপুর এইট বি-তেও বাস পরিষেবা স্বাভাবিক। তবে, যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডে লোকজন অন্যান্য দিনের থেকে কম। হাওড়া বাস স্ট্যান্ডে বাসের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম থাকলেও, পরিষেবা স্বাভাবিক রয়েছে। বুধবার সকাল থেকে কলকাতায় রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে মোতায়েন রয়েছেন পুলিশ কর্মীরা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সকালে দেখা মিলল পর্যাপ্ত পুলিশের।

এদিকে, বাংলা বনধ সফল করতে সকাল থেকে তৎপর বিজেপি। কলকাতায় বিভিন্ন জায়গায় সকাল থেকে পথে নামতে দেখা গিয়েছে বিজেপি কর্মীদের। মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিশও। সকাল শ্যামবাজার মেট্রো স্টেশনের শাটার নামানোর চেষ্টা করেন বিজেপির কর্মী সমর্থকরা। তবে পুলিশ গিয়ে বনধ সমর্থনকারীদের সেখান থেকে হটিয়ে দেয়।


You might also like!