কলকাতা, ২৯ আগস্ট : কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে ধর্না মঞ্চ তৈরি নিয়ে সংঘাতে জড়ালো পুলিশ ও বিজেপি। বুধবার রাতে ডোরিনা ক্রসিংয়ে বিজেপির ধর্না মঞ্চ তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের অনুমতিতে, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে ধর্মতলায় মঞ্চ বেঁধে লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু করছে রাজ্য বিজেপি।
৫ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৯ অবধি ধর্মতলায় ধর্না চলার কথা। বিজেপির দাবি, কলকাতা হাইকোর্ট তাঁদের ওয়াই চ্যানেল অথবা ডোরিনা ক্রসিং, দুটোর যে কোনও একটা জায়গায় ৩০ ফুট বাই ২০ ফুটের মঞ্চ গড়ে ধর্নার অনুমতি দিয়েছে। বিজেপি শিবিরের অভিযোগ, বুধবার রাত ১১টা নাগাদ মঞ্চ তৈরির সামগ্রী ডোরিনা ক্রসিংয়ে পৌঁছলে, পুলিশ মঞ্চ তৈরিতে বাধা দেয়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে যান বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মুজমদার। কি হয়েছে, তা দলীয় কর্মীদের কাছ থেকে শোনেন তিনি। পরে বিজেপির ধর্না মঞ্চ তৈরির কাজ শুরু হয়।